হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
by হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মিশন স্কুল সংলগ্ন মনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মনিকুড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬০) ও একই গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী জামিলা বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, গতরাতের বৃষ্টি ও ঝড়ে বিদ্যুতের একটি তার ছিড়ে ধান ক্ষেতে পড়েছিল। এ সময় ওই ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় প্রথমে সিদ্দিক মিয়া বিদ্যুতায়িত হয়ে ধান ক্ষেতে পড়ে যান। পড়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে একই গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী জামিলা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।