গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করা থেকে বিরত থাকুন : ডিইউজে

by

করোনা পরিস্থিতিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত না করতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জনানো হয়।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, করোনা মহামারী দুর্যোগকালীন যেসব গণমাধ্যমকর্মীদের বিভিন্ন অজুহাত দিয়ে চাকরিচ্যুত করেছেন তাদের ওই প্রতিষ্ঠানে পুনরায় চাকরি দিতে বাধ্য করা হবে‌।

এ সময় ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সংবাদকর্মীদের বেতন বকেয়া রাখা ও খণ্ডিত বোনাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিও ঘটক পুলক, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী প্রমুখ।