পানছড়িতে মাদরাসাছাত্রীর আত্মহত্যা
by প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়িপানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউপির ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য আসমা আক্তার ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাসুদ রানার মেয়ে।
জানা যায়, গত ২২ মে সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশের বাগানে ছাত্রীটি বিষপান করে। পাশের জমিনে থাকা দু-তিন গরুর রাখাল মেয়েটার অবস্থা দেখে চিৎকার দিলে স্থানীয়রা ও তার অভিভাবক এসে তাকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। অতঃপর ২৪ মে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ খাগড়াছড়ি থেকে নিজ বাড়িতে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।