মেয়র ইকবাল হোসেন সুমনকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর

by

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার জনপ্রিয় মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর-শরীর ব্যথায় ভুগছিলেন। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে করোনা পজিটিভ রিপোর্ট আসায় নিজ বাসায় চিকিৎসারত ছিলেন। মেয়র ইকবাল হোসেন সুমন সকলের কাছে দোয়া চেয়েছেন। 

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন সংক্রমণ থেকে পৌরবাসীকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করেছেন। তিনি সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, রাস্তা-ঘাট, অফিস, বাসাবাড়ির আনাচে-কানাচে জীবাণুনাশক স্প্রে করা, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে পৌরবাসীকে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেছেন। সর্বোপরি করোনাভাইরাস সংক্রমণ জনিত কারণে ঘরবন্দি প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। 

স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মেয়র সুমন করোনার প্রাদুর্ভাবের সময় থেকে পৌরবাসীকে সংক্রমণ থেকে রক্ষা করতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, আনাচে কানাচে জীবাণুনাশক স্প্রে করানো থেকে শুরু করে পাড়া-মহল্লায় প্রতিটি কর্মহীন মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। সে একজন প্রকৃত জনপ্রতিনিধি ও করোনাযোদ্ধা। আশা করি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে দ্রুত আরোগ্য লাভ করে অবশ্যই আবার পৌরবাসীর সেবায় ফিরে আসবেন।