বাবরকে স্মিথ-কোহলির কাছাকাছি দেখছেন মিসবাহ

by

পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান তথা দুই ফরম্যাটের অধিনায়ক বাবর আজমকে অনেকদিন ধরেই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। বাবরের আদর্শও হলেন ভারত অধিনায়ক। এবার বাবর আর কোহলি নিয়ে আলোচনায় ঢুকে পড়লেন দলের কোচ মিসবাহ উল হক। 'তুলনা করা তার পছন্দ নয়' উল্লেখ করেও তিনি বলেছেন, স্টিভেন স্মিথ আর বিরাট কোহলির কাছাকাছি পর্যায়ে আছেন বাবর!

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ বলেন, 'তুলনা করা আমার ঠিক পছন্দ নয়। তবে বাবর এই মুহূর্তে বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের উচ্চতার কাছাকাছিই আছে। সে এমন একটি ওয়ার্ক এথিকে বিশ্বাস করে যে, কোহলির চেয়ে ভালো হতে হলে নিজের স্কিল, ফিটনেস ও ম্যাচ পরিস্থিতি সচেতনতায় আরও বেশি কাজ করতে হবে।'

বাবরের কোন জিনিটসটি মিসবাহর পছন্দ- এমন প্রশ্নে তিনি বলেন, 'সে নিজের আলাদা একটি ভাবনা নিয়ে থাকে। স্রেফ থাকার জন্য দলে থাকতে চায় না, টাকার জন্য ক্রিকেট খেলতে চায় না। পাকিস্তানের সেরা পারফর্মার হতে চায় সে। কোহলি বা স্মিথের মতো শীর্ষ ব্যাটসম্যানদের সঙ্গে নিজের অবস্থান সে যাচাই করে দেখে। নেটে ও মাঠে সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। ক্রিকেটার হিসেবে সে সত্যিই পরিণত হয়েছে। অধিনায়ক হিসেবেও সময়ের সঙ্গে আরও অভিজ্ঞ হয়ে উঠবে।'

টি-টোয়েন্টির পর সম্প্রতি বাবরকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্বও দেওয়া হয়েছে। অনেকের শঙ্কা, নেতৃত্বের চাপে তিনি ফর্ম হারাতে পারেন। তবে মিসবাহ আশার জায়গাও দেখছেন, 'টি-টোয়েন্টির অধিনাকত্ব দিয়ে আমরা তাকে পরখ করে দেখেছি। দেখতে চেয়েছি, এই চ্যালেঞ্জ সে কীভাবে নেয়। পরে আমরা সবাই একমত হতে পেরেছি যে সে খুব ভালো করেছে এবং সবচেয়ে বড় কথা, সামনে থেকে নেতৃত্ব দিতে পেরেছে।'