![https://www.somoynews.tv/img/upload/medium/nhk-215597.jpg https://www.somoynews.tv/img/upload/medium/nhk-215597.jpg](https://www.somoynews.tv/img/upload/medium/nhk-215597.jpg)
নোয়াখালী সিভিল সার্জন অফিসের ফেসবুক আইডি হ্যাকড
by সাইফুল্লাহ কামরুলনোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবহৃত অফিসিয়াল ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান।
তিনি বলেন, রোববার দিবাগত রাত থেকে তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘সিভিল সার্জন নোয়াখালী’ কাজ করছে না। একাধিক বার চেষ্টা করেও ওই আইডিটি আর ব্যবহার করতে পারছেন না। পরে তিনি নিশ্চিত হয়েছেন একটি হ্যাকড হয়েছে। ভবিষ্যৎ নিরাপত্তারা জন্য এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ওই আইডি থেকে তার কার্যালয়ের সব কার্যক্রম ও বর্তমানে করোনা পরিস্থিতির আপডেট তথ্য প্রকাশ করা হতো। একই নামে নতুন একটি আইডি খোলার প্রক্রিয়া চলছে।