ঈদে তিন হাজার স্বাস্থ্যকর্মীকে খাবার দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি
by অনলাইন ডেস্কবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ১৫টি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ৩ হাজার চিকিৎসক, নার্স ও মেডিকেল ষ্টাফ এবং স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর-এর কন্ট্রোলরুমে দায়িত্বরতদের জন্য বিশেষ রান্না করা খাবার সরবরাহ করেছে। এ ছাড়াও একই কার্যক্রমের আওতায় গাজীপুর জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও মেডিকেল ষ্টাফদের জন্যও এই বিশেষ খাবার সরবরাহ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির আওতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের ১ লাখ অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে।
রেড ক্রিসেন্ট সোসাইটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনা যুদ্ধের প্রথমসারির এসব ফ্রন্টলাইনার্সদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অতি সামান্য ঈদ উপহার, যা তাদেরকে অনুপ্রাণিত করবে। সোসাইটির জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীরা এসব মানবতার সৈনিকদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেয়।
রাজধানীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল ষ্টাফদের জন্য আজ সোমবার সকালে বিশেষ রান্না করা খাবার সরবরাহের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপমহাসচিব মো. রফিকুল ইসলাম, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের দায়িত্বরত পরিচালক মো. মিজানুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।