রংপুরে সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত
by রংপুর প্রতিনিধিবিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কোর্ট জামে মসজিদে। এখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।
এখানে নামাজে অংশ নেন বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম, জেলা প্রশাসক আসিব আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ।
সরেজমিন দেখা গেছে, করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজে শরিক হন মুসল্লিরা। এছাড়াও মসজিদের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারসহ সাবান দিয়ে হাত ধুয়ে তাদের মসজিদে প্রবেশ করতে দেখা গেছে।
নামাজ শেষে করোনা মহামারির কবল থেকে দেশকে রক্ষাসহ দেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এদিন নগরীতে প্রায় ৬শ’মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।