হজমের সমস্যা এড়াতে করণীয়

by

দীর্ঘ এক মাস রোজা শেষে বদল এসেছে খাদ্যাভ্যাসে। নতুন নিয়মে অভ্যস্ত হওয়ার এ সময়টায় থাকতে হবে সচেতন। হুট করে রোজা ভেঙেই নিয়মিত ভারি কিংবা তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার কারণে হজমের সমস্যা, গ্যাস্ট্রিকসহ আরও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন করণীয়।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/25/624f51921e4760cd87cba23df628adde-5ecbe12e18ce3.jpg
লেবু-পানি পান করতে পারেন

তথ্য: টাইমস অব ইন্ডিয়া