ঈদের নামাজ পড়ানোর সময় ইমামের মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/25/3fdef2cac55db0a3a207cc84a0b920a3-5ecbd70aa8c5f.jpg
সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি গ্রামে ঈদের জামাত পড়ানোর সময় মারা যাওয়া ইমামের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের জামাত পড়াতে দাঁড়িয়েছিলেন মওলানা আইয়ুব আলী (৬৭) নামে এক ইমাম।  তবে নামাজে দাঁড়িয়ে সেজদা দিতে গিয়ে আর ওঠেননি তিনি। সেজদারত অবস্থাতেই তার মৃত্যু হয়।

আজ সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করছিলেন তিনি।

আইয়ুব আলী স্থানীয় একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি মৃত দেরাজ আলী মুন্সির ছেলে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। করোনার লক্ষণ নেই। বাদ জোহর শেলাচাপরী পূর্বপাড় কান্দাপাড়া গ্রামে তার প্রথম জানাজা হয়। পাবনা জেলার সাথিয়ার চিনানারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।