https://www.somoynews.tv/img/upload/medium/pm-gift-215579.jpg

ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

by

ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মে) সকালে শেরে বাংলা নগরের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে ফলমূলসহ উপহার পাঠান তিনি।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন।

এ সময় উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ এস এম খুরশীদ উল আলম, সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব সারওয়ার ই আলম সরকার।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।