কলকাতায় বাড়িতে ঈদ জামাত, ফাঁকা ছিল রেড রোড

by

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে ঐতিহাসিক ঈদের জামাত এবার অনুষ্ঠিত হয়নি। 

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে তেমন মসজিদেও ঈদের নামাজ আদায় না করার নির্দেশনা ছিল।

সোমবার (২৫ মে) অনেকেই বাড়ির ছাদে বা বাড়ির অভ্যন্তরে পরিবার পরিজন ও স্বজনদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

এদিকে প্রতিনিয়ত বেড়ে চলা করোনা ভাইরাসের কারণে বিশ্বের ১৬তম স্থান থেকে ১০তম স্থানে নেমে এসেছে ভারত। 


পৃথিবী জুড়ে যেভাবে ঈদ পালন করা হচ্ছে, ব্যতিক্রম নয় বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতও। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র আজ সামাজিক দূরত্ব মেনে ঈদ পালন করছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ।

এ দিনটি উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

দেশজুড়ে করোনা ভাইরাসের কারণে এবার মসজিদে নামাজের ওপর ছিল নিষেধাজ্ঞা। সেই সঙ্গে দেশ জুড়ে কোনো ঈদ জামাতের বিশেষ আয়োজনও ছিল না। ফলে, দেশটির অন্যতম বৃহত্তম ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। 


করোনা রোধে অনেকেই বাড়ির ছাদে কিংবা অভ্যন্তরে পরিজনদের নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন জানান তৃণমূল নেতা ইদ্রিশ আলী। 

এদিকে, ৬৮ দিনের লকডাউনের সোমবার ছিল ৬২তম দিন। এদিনও রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে দেশটিতে। একদিনের আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯৭ আর মৃত্যু হয়েছে ১৫৪ জনের।
 
তবে, ভালো খবরও দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার গড়  ৪১.৫৯ শতাংশ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটিতে ৩০ জানুয়ারির পর থেকে রোববার (২৪ মে) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৪৫ জন। তবে গত এক সপ্তাহ ধরে গড়ে ৬ হাজারের বেশি আক্রান্তের হার হওয়ায় ভারত এখন ক্রমেই কোভিড আক্রান্তে বিশ্বের ১০তম দেশ হিসাবে নেমে গিয়েছে। গত সপ্তাহেও দেশটি ছিল ১৬তম স্থানে।