ছবিঘরের এক টাকার দোকান থেকে অসহায় মানুষ পেল রান্না করা খাবার
by অরূপ রায়, সাভারঅনেকে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, এমন লোকজনের জন্য ঢাকার সাভারে ‘এক টাকার দোকান’ নামে ভ্রাম্যমাণ দোকান চালু করেছে ছবিঘর নামের একটি সংগঠন। এই দোকান থেকে পুরো রমজান মাসে কয়েক হাজার অসহায় পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আজ সোমবার ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত অর্ধশতাধিক ছিন্নমূল মানুষ ও শতাধিক পরিবারের মাঝে এক টাকার বিনিময়ে পৌঁছে দেওয়া হয় রান্না করা খাবার ও ছোটদের নতুন পোশাক। প্রতিটি খাবারের প্যাকেটে ছিল খাসির মাংস, খিচুড়ি ও সেমাই।
ছবি ঘরের শুরু ২০১৮ সালে। এর প্রতিষ্ঠাতা সাভার পৌর এলাকার ব্যাংককলোনীর কলেজছাত্র প্রিন্স ঘোষ ও তাঁর চার বন্ধু। শুরু থেকে ছবি নিয়ে কাজ করলেও দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। নিজেদের হাত খরচ বাঁচানো অর্থসহ পরিবার ও প্রবাসে থাকা স্বজনদের চাঁদায় অসহায় ও কর্মহীন মানুষকে এক টাকার বিনিময়ে তাঁরা এক মাস ধরে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন।
সাভার বাজার রোডের ব্যবসায়ী সুমন ঘোষ বলেন, ওরা কয়েক তরুণ বন্ধু মিলে যা করে দেখাল তা সত্যিই প্রশংসার যোগ্য। নিজেরা রিকশাভ্যান ঠেলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছেন।
সাভার পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, ছবি ঘরের তরুণেরা এই দুর্যোগের সময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওদের এই কর্মকাণ্ড- থেকে আরও তরুণ এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে।
প্রিন্স ঘোষ বলেন, অনেকেই ত্রাণ নিতে সংকোচ বোধ করেন। তাই উপকারভোগীরা যাতে মনে করেন ত্রাণ নয়, টাকার বিনিময়ে তাঁরা পণ্য কিনে নিচ্ছেন-এই ধারণা থেকে এক টাকার দোকান নামে ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়। যে কেউ ওই দোকান থেকে এক টাকার বিনিময়ে চারজনের একটি পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্য ও ইফতার সামগ্রী কিনে নিতে পারতেন। তিনি বলেন, ঈদের দিনে মহল্লায় মহল্লায় ঘুরে ছিন্নমূল ও অসহায় পরিবারের মাঝে এক টাকার বিনিময়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। করোনার প্রভাব যত দিন থাকবে তত দিন এই সহায়তা চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি।