https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/25/image-167589.jpg

ঈদের সকালে ঝড়ে লালমনিরহাটে ১০ গ্রাম লণ্ডভণ্ড

by

ঈদের সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ১০টি গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ১০ মিনিটের এই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত পাঁচজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই পরিস্থিতি তৈরি হয়।

সকালে হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়ার পরপরই ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো বাতাসে মুহূর্তেই অর্ধশত বসতবাড়ি, গাছপালা, বিদ্যুৎতের খুঁটি, সবজি ক্ষেত, ধান ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় ঘরের টিন। ঝড়ে শিশু শিক্ষার্থীদের বই-খাতাসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এ সময় ঝড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদেরগুলোকে দ্রুত ত্রাণ সামগ্রী দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/২৫মে/কেএম)