জামালপুরে মাঠে ঈদের জামাত আদায়ে বাধা দেওয়ায় হাতাহাতি

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/25/b8590c590c0ac57160b97efde4ef30cc-5ecbce425b381.jpg
জামালপুরে ঈদগাহে নামাজ আদায়ে বাধা দেওয়ায় দুপক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঈদের নামাজ মাঠে পড়তে বাধা দেওয়ায় জামালপুর সদর উপজেলার নরুন্দিতে দু’পক্ষে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, স্থানীয় কিছু মুসল্লি জড়ো হয়ে বেপারীপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করেন। স্থানীয় ইউপি মেম্বার সোহেল রানা খোলা মাঠে ঈদের নামাজ পড়তে বাধা দেন। কিন্তু, মুসল্লিরা ইউপি মেম্বার সোহেলের পক্ষের লোকদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনায় জড়িয়ে পড়ে।

খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুসল্লিরা খোলা মাঠ থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে বাধ্য হন।

এ ব্যাপারে জামালপুর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ সজিব আহমেদ বলেন, ঈদের নামাজ ঈদগাহ মাঠে আদায় নিয়ে হাতাহাতির সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । পরে সবাই মসজিদে নামাজ আদায় করেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।