ধান কাটতে এসে সাপের কামড়ে মৃত্যু
by গোপালগঞ্জ প্রতিনিধিধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে রাকিবুল ইসলাম (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। রাকিবুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার নুর ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে বাগেরহাটের রামপাল থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে ধান কাটার জন্য এসেছিল রাকিবুল। গতকাল রবিবার সন্ধ্যার পর জমি থেকে ধান কেটে মহাজনের বাড়িতে আনার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।