সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত
by কালের কণ্ঠ অনলাইনসিলেটের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদ জামাতের এমন দৃশ্য আগে কখনো দেখেনি সিলেটবাসী। সিলেট শাহজালাল দরগাহ মাজার মসজিদ, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ ও খাসদবীরস্থ জামেয়া মদীনাতুল উলুম দারুসসালাম মাদ্রাসা মসজিদে দু’টি করে এবং বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিভাগী শহর সিলেটে শারীরিক দূরত্ব রেখে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মীয়ভাবে উদযাপন হয় পবিত্র ঈদুল ফিতর।
তবে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুরক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি।
সিলেটের শাহী ঈদগাহে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও সবধরনের বালা-মুসিবত থেকে সুরক্ষায় প্রার্থনা করা হয়।