ছিন্নমূল মানুষের জন্য জয় বাংলার ঈদ উৎসব

by

এবারের ঈদে ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ফেসবুক গ্রুপ জয় বাংলার সদস্যরা। এর অংশ হিসেবে ঈদের সকালে স্বাস্থ্যবিধি মেনে অন্তত চার শ অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন তাঁরা।

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কাজ হারানো হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুই মাস ধরে নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জয় বাংলার সদস্যরা। এক দিকে তাঁরা সংকটকালে টিকে থাকার জন্য দরিদ্র ও নিম্নবিত্ত ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করছেন, সেই সঙ্গে নিয়মিত নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় অভুক্ত কাক-কুকুরের জন্যও খাদ্যের সংস্থান করছেন।

আজ ঈদের দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে রান্না করা হয়েছে খাবার। নামাজের পরই খাবার বিতরণ করা হয়।

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/85c7b6408fd4a6a6955004263241d63c-5ecbc9d5bed96.jpeg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে রান্না করা হয়েছে খাবার।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/b9fbffe6406d918e54448f7a48047946-5ecbc9eaaab67.jpeg
খাবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব রেখে অবস্থান নেন ছিন্নমূল মানুষেরা।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/bf3edd394bea37b05e99308ebf1e5f9f-5ecbca013bb9c.jpeg
খাবারের তালিকায় ছিল সাদা ভাত, গরুর মাংস আর সেমাই।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/bf63f9949107556c3d1ae42c0a51d6da-5ecbca1ab76ad.jpeg
খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ছিন্নমূল মানুষের কাছে।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/c26a0d7b39379f4a12e0b6818d8747ca-5ecbca2eb8dc6.jpeg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় খাবার বিতরণ করা হয়।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/2272438477de9573b3b45d7d28bbd47f-5ecbca5a4beb9.jpeg
কয়েক দফায় প্রায় চার শ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি