গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
by ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অনিক (১৬) এবং রিয়াদ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) বিকাল সাড়ে চারটার সময় পাগলা থানার টাঙ্গাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান।
তিনি জানান, বিকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গফরগাঁয়ের পাগলা এলাকায় আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে তাদের মোটরসাইকেল গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
নিহত অনিক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর এলাকার হুমায়ুন কবিরের ছেলে এবং রিয়াদ একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।