বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2016/01/10/6400649dcd3edab2372d2d39545c0a26-.jpg
বগুড়া

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) গভীর রাতে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের গ্রামের

বাড়িতে সৎকারের জন্য পাঠানো হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইসোলেশন ইউনিট সূত্র ও অন্যরা জানায়, সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিণা বাগবাটি গ্রামে ওই ব্যক্তি হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত ৪টায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৩টার দিকে তিনি মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, সোমবার দুপুর পর্যন্ত তার নমুনার ফলাফল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসেনি।

ওই চিকিৎসক আরো জানান, বর্তমানে আইসোলেশন ইউনিটে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৮ জন করোনা পজিটিভ ও অবশিষ্ট তিন জন সন্দেহভাজন। এ নিয়ে বগুড়া আইসোলেশনে মোট ৯ জনের মৃত্যু হলো। আগের ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।