করোনায় বিশ্বে আক্রান্ত ৫৫ লাখ, মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার জনের

by

করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত রোগী আর মৃত্যু বেড়েই চলছে। ওয়াল্ডোমেটারের সর্বশেষ হিসাবে বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫৫ লাখ ২ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৬ হাজার ৭৬১ জন। সুস্থ হয়েছে ২৩ লাখ ৩ হাজার ৩৬৯ জন। এর মধ্যে সুস্থতার হার ৮৭ শতাংশ আর মৃত্যুর হার ১৩ শতাংশ।

বিশ্বে সবচেয়ে বেশি রোগী যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত বেড়ে হয়েছে ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন। আর মারা গেছে ৯৯ হাজার ৩০০ জন। করোনার দ্বিতীয় হটস্পট এখন ব্রাজিল। দেশটিতে আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ২১৩ জন। মারা গেছে ২২ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন রোগী ১ হাজার ৫৯৫ জন। মারা গেছে ৩০ জন।