আলমডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
by প্রতিনিধি, চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের বন্দরভিটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাশেদুজ্জামান ওরফে টোকন (৩২)। তিনি পার্শ্ববর্তী সাহেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত দুজন হলেন রাশেদুজ্জামানের ভাই রোকন এবং বন্দরভিটা গ্রামের তুহিন হোসেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির প্রথম আলোকে জানান, টোকন তাঁর ভাই রোকনকে নিয়ে একটি মোটরসাইকেলে বন্দরভিটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলেন। ওই গ্রামের তুহিন আরেকটি মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়।