মার্কিনিদের পার্টির ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়

by

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৬ হাজার চারশ ৩৬ জন এবং মারা গেছে ৯৯ হাজার তিনশ জন। মহামারির মধ্যে সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তার পরেও একটি পার্টিতে নাচ, সাঁতার কাটা এবং মদ্যপানের ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
 
ভিডিওতে দেখা যায়, পার্টিতে অংশ নেওয়া ব্যক্তিরা শারীরিকভাবে দূরত্ব বজায় না রেখে মদ্যপান, নাচ ও সাঁতার কাটছে। মিসৌরির ওজারাস লেকে পর্যটকরা ভিড় জমিয়েছিল গত শনিবার। 

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হতেই সমালোচনা শুরু হয়েছে। করোনা মহামারির মধ্যেও ওইসব লোকজন কোনো রকম রাখঢাক কিংবা শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেননি।

ভিডিওতে কাউকেই অন্যের সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখা কিংবা নিজের কাছ থেকে অন্যদের নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করতে দেখা যায়নি।

ক্যামডেন কাউন্টি পুলিশ বিষয়টি জানতে পেরে লেক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযেোগ করে। তবে লেক কর্তৃপক্ষ জানায়, হাতেগোনা কয়েকজন পর্যটক নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। ভিডিওতে যার একেবারে ব্যতিক্রম দৃশ্য দেখা যায়।

সূত্র : ডেইলি মেইল