খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
by কালের কণ্ঠ অনলাইনখুলনায় টাউন জামে মসজিদে ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
আজ সোমবার সকাল আটটায় খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে এবার উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হয়নি। তবে জেলার সব মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাস থেকে মুক্তি, আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।