নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে সংর্ঘষ, আহত ১

by

বগুড়ার নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে নন্দীগ্রামের ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, আজ সোমবার সকাল ৯টায় ছোট ডেরাহার মাদরাসা মসজিদে গ্রামের কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। এর  আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে রেজা ও আলমসহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের মুহতামিমকে গালিগালাজ করে। এ সময় শামিমসহ উপস্থিত লোকজন প্রতিবাদ করলে হানিফ (৩০) নামের একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এর পরপরই দুপক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। খবর পেয় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা সোহাগ হোসেনকে আটক করে পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।