কারাগারে মুড়ি-পায়েস দিয়ে বন্দিদের ঈদ, হয়নি জামাত

by

প্রতি বছর ঈদের দিন কারাগারের বন্দিদের জন্য জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও এ বছর করোনাভাইরাসের কারণে তা হয়নি। তবে ঈদের দিনটিতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে দেশের সব কারাগারের বন্দিদের জন্য। অনেকেই অবশ্য নিজেদের সেলের ভেতরে বিচ্ছিন্নভাবে ঈদের নামাজ পড়েছেন।

আজ সোমবার ঈদের দিন সকাল ৭টার দিকে মুড়ি আর পায়েস দিয়ে ঈদ উদযাপন শুরু করেছে বন্দিরা। দুপুরে বন্দিরা সাদা ভাত, রুই মাছ আর আলুর দম পাবেন। আর রাতের বিশেষ আয়োজনে তারা পাবেন পোলাও, গরু বা মুররির মাংস, ডিম, মিষ্টান্ন ও পান-সুপারি।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্দিদের সঙ্গে পরিবারেরও সাক্ষাৎও বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিশেষ দিনে কেরানীগঞ্জ কারাগারের বন্দিরা পরিবারের পাঠানো খাবার খেতে পারলেও এবার করানোর জন্য সেটা সম্ভব হচ্ছে না।