চার দিন পর মিলল বস্তাবন্দী লাশ
by নিজস্ব প্রতিবেদক, ভৈরবকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নিখোঁজের চার দিন পর এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বাঙ্গালপাড়া ইউনিয়নের নাজিপুর গ্রামের পাশের নদীতে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম তোফাজ্জল সরদার (৩৪)। তিনি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সরদার বাড়ির আইয়ুব সরদারের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তোফাজ্জল পেশায় কৃষক। গত বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। বলে যান, কুলিয়ারকান্দি হাওরে যাচ্ছেন তিনি। এরপর আর ফিরে আসেননি। সন্ধ্যা থেকে তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাননি। রোববার দিবাগত রাত ১২টার দিকে নাজিপুর গ্রামের পাশে নদীতে বস্তা ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে। তাঁরা থানায় খবর দেন। পুলিশ এসে বস্তার ভেতর লাশ দেখতে পায়।
জানতে চাইলে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বলেন, বোঝা যাচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ জানতে এবং জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা শুরু করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।