https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/bb24394e5cf229731b0f5debd2e4d673-5ecbb5a50f603.jpg
বেনিয়া টোলায় বাড়ির ছাদে ঈদের নামাজ আদায়। ছবি: ভাস্কর মুখার্জি

করোনা-আম্পানের কারণে পশ্চিমবঙ্গে অনাড়ম্বরভাবে ঈদ উদযাপিত

by

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে অনাড়ম্বরভাবে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদু ফিতর। তবে করোনার কারণে এবার অনেকটা ভিন্নভাবে উদযাপিত হচ্ছে ঈদ।

করোনার সংক্রমণের কারণে মুসল্লিরা আজ ঈদগাহ বা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারেননি। পারেননি পরস্পরের সঙ্গে কোলাকুলি বা হাত মেলাতে। এর সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত। ফলে ঈদের আনন্দ অনেকটা ম্লান হয়ে যায়।
করোনা ও আম্পানের কারণে এবার পবিত্র ঈদ অনাড়ম্বর পরিবেশে উদযাপন করছেন পশ্চিমবঙ্গের মুসলমানরা।

প্রতিবছর কলকাতায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এবার সেখানে ঈদের জামাত হয়নি। কলকাতার অন্য সব ঐতিহাসিক মসজিদেও ঈদের জামাত হয়নি। তবে নিজেদের বাড়ির ছাদে অনেকে ঈদের নামাজ আদায় করেছেন।

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/3f82934c7630502328cfc1c99fd9b490-5ecbb5a50b0af.jpg
আজ রেড রোড ছিল ফাঁকা। ছবি: ভাস্কর মুখার্জি

করোনার কারণে মসজিদের ইমামরা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবার ঈদের নামাজ আদায় হবে বাড়িতে। সে অনুযায়ী, বাড়িতে বাড়িতে হয় ঈদের নামাজ।
করোনার জেরে এবার ঈদের বাজার বসেনি।

পবিত্র ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পবিত্র ঈদ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনুক। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক।’