ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ইসলামী আন্দোলনের

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/25/2bb4743e14e74899b6862bd1150c39cd-5ecb9d33171bc.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সোমবার (২৫ মে) ঈদের জামাতের পর রাজধানীর পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হরা হয়েছে।  

দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রায় পাঁচ শতাধকি মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

সোমবার দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানেো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘অসহায়, অনাহারী ও ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া ইসলামের শিক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের দুর্যোগপূর্ণ সময় বিশেষ করে করোনা মহামারি শুরুর লগ্ন থেকে কর্মহীন, অসহায় ও বঞ্চিতদের পাশে থাকার চেষ্টা করছে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম শিক্ষা।’