সামাজিক দূরত্ব মেনে গোপালগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত
by গোপালগঞ্জ প্রতিনিধিদেশ ও জাতির মঙ্গল এবং করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপীকে মুক্তির কামনা করে গোপালগঞ্জের মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সমাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল ৮ টায় জেলার সকল মসজিদে একযোগে ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান ঈদের জামাতে (কোর্ট মসজিদে) ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান।
এছাড়াও এখানে সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয় ও ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে চিরচেনা রীতি ভেঙ্গে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকে।