https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/8ee6551c4c76dc24842dd1b1551f3610-5ecba133d6d7b.jpg
‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি: ফেসবুক থেকে

র‍্যাব কার্যালয়ে ডাক, ক্ষমা চাইলেন নোবেল

by

ফেসবুক পেজে দেওয়া নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এক ভিডিও বার্তায় তিনি নিজের ভুল স্বীকার করেছেন। পাশাপাশি বিভ্রান্তিমূলক স্ট্যাটাসগুলোও মুছে দিয়েছেন তাঁর ফেসবুক পেজ থেকে। নানান সমালোচনা এবং র‍্যাব কার্যালয় থেকে ফিরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ভিভিও বার্তার শুরুতেই দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে নোবেল বলেছেন, ‘আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার ওপরে ক্ষিপ্ত অবস্থায় আছেন। সে জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে কারও ওপর আক্রমণ করে কিছু বলিনি। আমি সব সময় আমার ফেসবুক পেজে বলে এসেছি আমি যা কিছু করেছি আমার গানের প্রচারের জন্য করেছি। তারপরও কষ্ট পেলে আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/6d1d87162de78df853e15628fdd5b1d4-5ecba14330fbd.jpg
ফেসবুক পেজে নিজের ছবি দিয়ে নানা রকমের স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন নোবেল। ছবি: ফেসবুক থেকে

গেল মঙ্গলবার তাঁর ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের সংগীতশিল্পীদের গত দশ বছরে কোনো অর্জন নেই। এমনকি সংগীত লেজেন্ডদেরও তিনি গান শেখানোর কথা তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেছেন। এটি নোবেলের ঔদ্ধত্যপূর্ণ কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমী শ্রোতা ও সংগীতের মানুষেরা তাঁর বিরুদ্ধে ঝড় তুলেছেন।

এর একদিন পরই ইউটিউবার তাহসিনেশনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাদে জড়িয়ে পড়েন ‘সারেগামাপা’খ্যাত এই সংগীতশিল্পী। একে অপরের নামের বিকৃতিসহ আক্রমণাত্মক স্ট্যাটাস দিতে থাকেন দুজনই।

নোবেলকে এ ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস থেকে বিরতি থাকতে গত পরশু সাইবার ক্রাইম (ডিএমপি) বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম তাঁর ফেসবুকে সতর্কতামূলক একটি স্ট্যাটাস দেন। পরে দুঃখ প্রকাশ করে ওই স্ট্যাটাস নোবেল তাঁর নিজের ফেসবুক পেজে শেয়ারও দেন। কিন্তু নোবেলের আপত্তিকর স্ট্যাটাসগুলো তাঁর ফেসবুক পেজে রয়েই যায়।

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/58b5eca735c1d5d7488192ab011930f5-5ecba153aab98.jpg
নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন নোবেল। ছবি: ফেসবুক থেকে

এরপর র‍্যাব–২–এর নজরে এলে গতকাল সন্ধ্যায় নোবেলকে আগারগাঁও অবস্থিত র‍্যাব–২–এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান তাঁকে ডেকে নেন। সেখানে যাওয়া পর নোবেল তাঁর ভুল স্বীকার ভিডিও বার্তা দেন।

বিষয়টি স্বীকার করে নোবেল বলেন, ‘গতকাল সন্ধ্যার আগে আমি, আমার এক বন্ধু ও ভাই বনানীতে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। সে সময় র‍্যাব–২–এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান ভাই আমাকে ফোনে করে র‍্যাব কার্যালয়ে যেতে বলেন। আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে যাই।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব কার্যালয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে ঘণ্টাখানেক কথা হয়। তিনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। তিনি আমার দেওয়া কয়েক দিনের স্ট্যাটাসের বিষয়টি বুঝিয়েছেন। এরপর আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছি।’

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/6a355734fa12543b5e82852b5868946a-5ecba167831cb.jpg
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি: ফেসবুক থেকে

এ ব্যাপারে র‍্যাব–২–এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘নোবেল গানের মানুষদের অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের স্ট্যাটাস দিতে পারেন না। তাহসিনেশনের সঙ্গে বাদাবাদি করে যে ধরনের স্ট্যাটাস তাঁরা ব্যবহার করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘আমরা নোবেলকে ডেকেছিলাম। তিনি সব ভুল স্বীকার করেছেন।’ যদিও তিনি বলেছিলেন, ‘এটি তাঁর গানের প্রচারের কৌশল। কিন্তু গানের প্রচারের জন্য এ ধরনের কৌশল হতে পারে না। পরে তিনি ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন। এবং আমাদের কথা দিয়েছেন ভবিষ্যতে এ ধরনের স্ট্যাটাস আর দেবেন না।’

এরপর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বলেছেন, ‘“তামাশা” নামে আমার একটি মৌলিক গান আগামী মাসে আমার ইউটিউব চ্যানেল “নোবেলম্যান” থেকে প্রকাশিত হবে। গানটির প্রকাশের আগে আগে একধরনের তামাশা করেই মার্কেটিং কৌশল নিয়েছি। এর বাইরে কিছুই নয়।’ তিনি জানান, ৭ জুনের মধ্যে আসবে। একই সঙ্গে হিন্দি ও ইংরেজিতেও প্রকাশিত হবে গানটি। লেখা, সুর ও সংগীত জিহানের। ভিডিওর কাজ চলছে। মোট পাঁচটি গান করেছি। সেখান থেকে ‘তামাশা’ গানটি প্রকাশিত হবে।