বায়তুল মোকাররমের বাইরে দীর্ঘলাইন, নেই শারীরিক দূরত্ব

by

এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তাই এদিন দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন লাখো মুসল্লি।

খবরে বলা হয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জামাতগুলোতে অংশগ্রহণের জন্য মসজিদের বাইরে গেটে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজার হাজার মুসল্লি। এ সময় তাদের কেউই শারীরিক দূরত্ব মানেননি।

এ বিষয়ে সাধারণ মানুষ বলেছেন, দীর্ঘ অপেক্ষা শুধুমাত্র ঈদের নামাজ আদায়ের জন্য। তবে ইচ্ছে নয় অনেকটা বাধ্য হয়েই তারা এভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, একদিকে ঠিক করে দিলে অপরদিকে আবারো একই অবস্থা ফিরে আসে এবং বিভিন্নভাবে সাবধান করার পরও সাধারণ মানুষ কথা শোনেননি।