https://www.somoynews.tv/img/upload/medium/ind-24may-new-215525.jpg

লণ্ডভণ্ড কলকাতায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা

by

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতায় ৫ দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। এদিকে, শনিবার (২৩ মে) রাত থেকে শহরে উপড়ে পড়া গাছ সরাতে কাজ করছে সেনাবাহিনী।

এরমধ্যেই, বিদ্যুৎ অফিস পরিদর্শন শেষে দ্রুত সেবা চালুর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শনিবার সন্ধ্যায় কলকাতায় ভেঙে পড়া গাছ কাটা ও সরানোর কাজে অংশ নেন ভারতের সেনাবাহিনীর সদস্যরা। বুধবারের ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ, খাবার পানি সরবরাহ ও ইন্টারনেট পরিষেবাও ভেঙে পড়ে। নাগরিক সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরমধ্যেই মুখ্যমন্ত্রীর দেয়া আম্পানের ক্ষয়ক্ষতির হিসাব প্রত্যাখ্যান করেছে রাজ্যের বিরোধী দল বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।


এদিকে, আম্পানের ক্ষয়ক্ষতির খবরে উদ্বিগ্ন হয়ে অন্য রাজ্যে থাকা শ্রমিকরা লকডাউনের মধ্যে শত শত মাইল পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে নিজেদের বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন।

একদিকে লকডাউন, অন্যদিকে আম্পান মোকাবিলার মধ্যেই ৬৩ দিন পর সোমবার (২৫ মে) থেকে ভারতের অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান পরিষেবা চালু হচ্ছে।