দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাসের কারণে এবার ঈদ অনেকটাই ভিন্নভাবে উদ্যাপন করা হচ্ছে। জাতীয় ঈদগাহসহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের নামাজের জামাত মসজিদে পড়েছেন। ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত থেকেছেন। করোনাকালের ঈদ পালন নিয়ে ছবির গল্প।
বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করছেন মুসল্লিরা। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি আসেন। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে এবারও পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে নামাজ আদায় করার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে নামাজ আদায় করার ক্ষেত্রে অনুসরণ করা হয় স্বাস্থ্যবিধি। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে মোনাজাত করছেন মুসল্লিরা। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে ঈদের জামাতে নারীরাও অংশ নেন। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে মোনাজাত করছে নারী-শিশুরা। ছবি : হাসান রাজাবায়তুল মোকাররমে ঈদের জামাতে শামিল হয়েছে শিশুরাও। ছবি : হাসান রাজাকরোনার সংক্রমণ এড়াতে বাড়ির ছাদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত আদায় করেন সিদ্ধেশ্বরীর একটি বাড়ির বাসিন্দারা। ছবি: মাকসুদা আজীজশিশু সুমাইয়া বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে এসেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে। মসজিদে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে ঈদে কেনা পুতুলের ওপর ঘুমিয়ে পড়েছে সে। ছবি: হাসান রাজাচট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: জুয়েল শীলচট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে ঈদের নামাজ শেষে মোনাজাত। ছবি: জুয়েল শীলরংপুরের ঐতিহাসিক কেরমতিয়া জামে মসজিদে ঈদের জামাত শেষে বেরিয়ে আসছেন মুসল্লিরা। ছবি: মঈনুল ইসলাম