https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/25/2e0fd2598045e2562d9edb4502326060-5ecb91caab3e6.jpg
ঈদের শুভেচ্ছা জানিয়ে এ টুইট করেন শচীন টেন্ডুলকার। ছবি: টুইটার

টেন্ডুলকারদের ঈদ শুভেচ্ছায় অন্য সুর

by

গোটা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া তারকারা। তবে তার মধ্যেও রয়েছে করোনাভাইরাস থেকে বাঁচার দিকনির্দেশনা

ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। কিন্তু এবারের ঈদটা একটু অন্য রকম ভাবেই এসেছে। চারদিকে করোনাভাইরাস মহামারি নিয়ে আতঙ্ক আর শঙ্কা। এসবের মাঝে কী আর আনন্দ-উৎসবে মেতে ওঠা যায়! বিশ্বজোড়া ক্রীড়া তারকাদের ঈদ শুভেচ্ছায়ও ঘুরে ফিরে এসেছে করোনা থেকে বাঁচার সুর।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে করোনা নিয়ে সচেতন থাকার আহবান জানিয়েছেন অনেকেই। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কথাই ধরুন, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি যে টুইটটি করেছেন সেটাতে বিশ্বজোড়া তাঁর ভক্তদের প্রতি একটা আহবানও আছে। ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন, ‌'সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, নিরাপদ থাকুন।' এই সময়ে নিরাপদ থাকার উপায় তো একটাই—ঘরে থাকা!'

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের টুইটটিতেও একই সুর। বর্তমানে এ্রই রাজনীতিবিদ টুইটে লিখেছেন, ‌'আমার দেশের সব মানুষকে ঈদ মোবারক। আনন্দের এই উপলক্ষ্য (করোনাভাইরাস মহামারির) কঠিন এই সময়ে সবার মধ্যে আবার সুখের সেই আবহটা ফিরিয়ে আনুক।'

ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান অবশ্য ঈদের টুইট করেছেন তাঁর বাবাকে নিয়ে। যুবরাজ সিং তাঁর টুইটে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সাবেক সতীর্থ টেন্ডুলকারের মতোই, ‌'ঈদের এই অসাধারণ আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা। প্রার্থনা করি সবার জীবন খুশিতে ভরে যাক। ভালো থাকুন, নিরাপদ থাকুন।'

ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আগেই। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‌'পুরো বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।' চেলসির জার্মান সেন্টারব্যাক আন্তোনিও রুডিগারের টুইট, ‌'বিশ্বের সব মুসলমান ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা। নিরাপদে থাকুন, ভালো থাকুন।'