বাঘারপাড়ায় দুস্থ পরিবারে ঈদ উপহার

by

করোনা সংকটে থাকা ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পর এবার ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ‘ঈদ উপহার’ পৌঁছে দিলো যশোরের বাঘারপাড়া ‘লাল সবুজ সংঘ’। 

রবিবার তারা ১০০ দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এদিন তারা ভ্যান চালক,দিনজুর ও অসহায় পরিবারের মাঝে ঘুরে ঘুরে ঈদের দিনের খাবার হিসেবে সেমাই,চিনি,গুড়ো দুধ ও লুডুলস বিতরণ করেন। এর আগে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ‘ত্রাণ নয়, ‘ভালোবাসার উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন করোনা ‘সংকটে’ থাকা মানুষের বাড়ি বাড়ি। এছাড়া হটলাইনের মাধ্যমেও তারা খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে ‘লাল সবুজ সংঘ’র প্রধান এবং একমাত্র কার্যালয়। একদল তরুণের সামাজিক এই কর্মকান্ডে খুশি সংশ্লিষ্ট এলাকাবাসী।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহানুর রহমান বাপ্পী বলেন,‘উপদেষ্টা মুরাদ হোসেন ও মাস্টার বশির আহমেদের পৃষ্টপোষকতা ও সংগঠনটির সদস্যদের সহযোগিতায় লাল সবুজ সংঘ’র কার্যক্রম গতিশীল রয়েছে। ভবিষ্যতে নানা সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের’।