![https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325 https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325](https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325)
ময়মনসিংহে আরও ২২ জনের করোনা শনাক্ত
by ময়মনসিংহ অফিসময়মনসিংহ জেলায় একদিনে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯০ জনে।
জেলা সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বলেন, আক্রান্ত ২২ জনের মধ্যে ময়মনসিংহ সদরের চারজন, ধোবাউড়া উপজেলার চারজন, নান্দাইলের তিনজন এবং ঈশ্বরগঞ্জ ও ভালুকায় দুজন করে রয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাতজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪৮ জন আইসোলেশনে রয়েছেন এবং ১৩৪ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। করোনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।