![https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325 https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325](https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325)
পিরোজপুরে মারা যাওয়া সেই নারীর করোনা শনাক্ত
by প্রতিনিধি, পিরোজপুরপিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭০ বছর বয়সী সেই নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরীক্ষাগারে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। ১৮ মে সন্ধ্যায় হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ওই বৃদ্ধা ও তাঁর বোনের সংস্পর্শে আসা আরও তিনজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে। তবে কারও করোনা উপসর্গ দেখা দিলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৬০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, ভান্ডারিয়ায় ১২, মঠবাড়িয়ায় ১১, ইন্দুরকানিতে ১১, নাজিরপুরে ৭, নেছারাবাদে ৩ ও কাউখালী উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় দুজন, ভান্ডারিয়া উপজেলায় চারজন, কাউখালী উপজেলায় একজন ও মঠবাড়িয়া উপজেলা একজন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন...
পিরোজপুরে ডায়রিয়া-শ্বাসকষ্টে কোয়ারেন্টিনে থাকা নারীর মৃত্যু