https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg?jadewits_media_id=1518325

গাজীপুরে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত

by

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুর জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৪৬ জনে। সোমবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

জেলা সিভিল সার্জন মো. খাইরুজ্জামান প্রথম আলোকে বলেন, গাজীপুরে নতুন করে আক্রান্ত ৫৮ জনের মধ্যে গাজীপুর সদরে ৪৩ জন, কালিয়াকৈরে ৯, কালীগঞ্জে ৫ ও কাপাসিয়ায় ১ জন রয়েছেন। শ্রীপুর উপজেলায় রোববার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হননি।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গাজীপুর থেকে এ পর্যন্ত ৮ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ৮৪৬ জনের।