ঈদের শুভেচ্ছায় ঘরে থাকার অনুরোধ
by বাংলা ট্রিবিউন রিপোর্টএবারের ঈদ অন্যরকম। খুশির বারতা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে করোনাভাইরাসে সৃষ্টি হওয়া কঠিন সময়ের মধ্যে। কোলাকুলি নয়, বরং সামাজিক দূরত্ব বজায় রেখে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। বাংলাদেশের ক্রিকেট তারকারা আগে থেকেই বার্তা দিয়ে এসেছেন ঘরে থেকে ঈদ কাটানোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর সময় আরেকবার সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন করোনার কথা।
বাংলাদেশে নেই সাকিব আল হাসান। গত মাসে দ্বিতীয় মেয়ে জন্ম নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে গিয়েছিলেন তিনি। সেখানেই ঈদ উদযাপন করছেন এই অলরাউন্ডার। ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে তার অনুরোধ, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সবাই মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’
আগামীকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ঈদের খুশির সঙ্গে এই প্রাপ্তির আনন্দ মিলেমিশে একাকার। যদিও এবারের ঈদ উদযাপন করবেন তিনি শুধুমাত্র পরিবারের সঙ্গে। অন্যদের প্রতিও তার একই আহ্বান, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সঙ্গে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটান, এই কামনা করছি। ঈদ মোবারক।’
বাংলাদেশের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহরও একই বার্তা, ‘আসসালামুআলাইকুম। সবাইকে ঈদ মোবারক। দয়া করে বাড়িতে থাকুন এবং আপনার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন।’ ব্যাটসম্যান সাব্বির রহমান তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বাসায় থাকুন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। প্রার্থনা করুন, ইনশাল্লাহ আবার সবকিছু ঠিক হয়ে যাবে।’
করোনাভাইরাসের শুরু থেকে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সর্তকবার্তা পোস্ট করেন এই পেসার। ঈদের শুভেচ্ছাতেও মিশে ছিল সেটি, ‘এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। আসুন আমরা পরিবারের সঙ্গে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।’
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাসও। তিনিও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন এই বলে, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।’ আর অল্প কথায় সৌম্য সরকারের পোস্ট, ‘ঈদ মোবারক। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন।’