https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2017/10/08/469a4b22a7541ee6d49cf9e4a2649104-59d998b283ac8.jpg?jadewits_media_id=1025876

সেমাই বিক্রির লাভের ভাগ নিয়ে ছুরিকাঘাতে চাচা খুন

by

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে লাচ্ছা সেমাই বিক্রির লাভের ৪০০ টাকা ভাগাভাগি নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চাচার নাম শামীম হোসেন (৩৫)। তিনি বিহারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা হলেন রনি মিয়া (২২)। ওই ঘটনার পর রনি মিয়া ও তাঁর বাবা শাহিনুর ইসলাম (৪৫) আটক করেছে শিবগঞ্জ থানা-পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিহারপুর গ্রামের বড়ভাই শাহিনুর ইসলাম ও ছোট ভাই শামিম হোসেন মিলে ঈদ উপলক্ষে লাচ্ছা সেমাই ও নারিকেল বিক্রির ব্যবসা করেন। রোববার সন্ধ্যায় বেচাকেনা শেষে বাড়িতে লাভের টাকা ভাগাভাগি করতে বসেন তাঁরা। ভাগাভাগির পর ছোট ভাই শামীম লাভের আরও ৪০০ টাকা দাবি করেন। এ নিয়ে বড়ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বাবা শাহিনুর ইসলামের পক্ষ নিয়ে রনি মিয়া উত্তেজিত হয়ে চাচা শামীম হোসেনকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা শাহিনুর ও রনিকে আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঈদ উপলক্ষে লাচ্ছা সেমাইয়ের মৌসুমি ব্যবসার লাভের মাত্র ৪০০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজা রনির ছুরিকাঘাতে চাচা শামীম খুন হয়েছেন। অভিযুক্ত রনি ও তাঁর বাবা শাহিনুরকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।