ঈদ বার্তায় ফিলিস্তিন নিয়ে হুঁশিয়ারি এরদোয়ানের

by

ঈদ বার্তায় ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোয়ান। রবিবার টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তুরস্ক কখনও ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্যকারও হতে দেবে না’।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/25/cc520751d8e30e4a7865d114a11fddd6-5ecb576a09392.JPG
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোয়ান

এ বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ হিসেবে 'ডিল অব দ্য সেঞ্চুরি' পেশ করেন। এর আওতায় তিনি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া তিনি পশ্চিম তীরের উপরও ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন ট্রাম্প।

ঈদ বার্তায় এরদোয়ান বলেন, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে  মুসলিম বিশ্বের রেড লাইন।  এটা স্পষ্ট যে বিশ্ব-ব্যবস্থা সুদীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার-শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

এরদোয়ান আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলেছে। দখলকৃত পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা-সম্বলিত ইসরায়েলি পরিকল্পনার নিন্দাও জানান তিনি।