অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান মেয়র আতিকের
by বাংলা ট্রিবিউন রিপোর্ট![https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2019/05/28/72c022f7115b32ed8dea9c0db119753d-5ced24e3174a8.jpg https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2019/05/28/72c022f7115b32ed8dea9c0db119753d-5ced24e3174a8.jpg](https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2019/05/28/72c022f7115b32ed8dea9c0db119753d-5ced24e3174a8.jpg)
করোনায় আসহায় বা কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (২৫ মে) বাংলা ট্রিবিউনের কাছে পাঠানো এক খুদে বার্তায় মেয়র এই শুভেচ্ছা জানান।
এসএমএসে মেয়র বলেন, ‘খুশির ঈদ এলো বছর ঘুরে। প্রতিকূল পরিস্থিতির কারণে এবার হয়তো আমাদের আনন্দ উদযাপন কিছুটা কম। ঘরে বন্দি হয়ে আছি আমরা। কিন্তু আমাদের মনের দুয়ার যেন সবসময়ই খোলা থাকে। করোনার কারণে অসহায় মানুষের কাছেও যেন পৌঁছে যায় আমাদের ঈদ আনন্দের ভাগ। আমরা সবাই মিলে দাঁড়াই সবার পাশে। ঈদ মোবারক। সম্প্রীতি ও ভালোবাসায় উদযাপিত হোক এবারের ঈদ।’