ঈদে বাড়িতে থাকতে বললেন সাকিব-মুশফিক
by খেলা ডেস্ককরোনাভাইরাস মহামারিতে এবার ঈদের আমেজে ভাটা পড়েছে। অনেকেই বাড়ি ফিরতে পারেননি। কিংবা বাড়ি ফেরেননি। সংক্রমণ এড়ানোর সাবধানতা হিসেবে থেকে গেছেন তারা। বাড়িতে যারা ফিরেছেন তারাও সাবধান থাকতে বের হচ্ছেন না বাড়ি থেকে। সব মিলিয়ে এবারের ঈদ যে সুরক্ষিত থাকার, সুরক্ষিত রাখার সে কথা মনে করিয়ে দিলেন মুশফিকুর রহিম।
ঈদের দিনটা অনেক সময় বন্ধু-বান্ধবের সঙ্গে কেটে যায়। পরিবারকে কম সময় দেওয়া হয়। করোনা সেই সুযোগটা এনে দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আজ নিজের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, 'সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।'
সাকিব আল হাসানের ভাবনা সুদূরপ্রসারী। নিষিদ্ধ থাকা এই তারকা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন এবার ঈদটা কেন বাড়িতে বসে পালন করা জরুরি। নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে সাকিব লিখেছেন, 'করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।'
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।' সৌম্য সরকার নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন অল্প কথায়। তবে আসল কথাটা ঠিকই মনে করিয়েছেন জাতীয় দলের এ টপ অর্ডার, 'ঈদ মোবারক। বাসায় থাকুন। নিরাপদ থাকুন।'