পূর্ব শত্রুতার জেরে চাঁদরাতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2015/12/18/e53d46bac07bef265c24bc55b8bb3f63-songhorso.jpg
সংঘর্ষ

পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিকা গ্রামে সরকার বাড়ি ও খান বাড়ির মধ্যে সংঘর্ষে জুবায়ের আহমেদ (৪০)  নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রবিবার (২৪ মে) সন্ধ্যা সাতটার দিকে কালিকা গ্রামে দীর্ঘদিনের পূর্বশত্রুতার জের ধরে মুসলেম উদ্দিন সরকার ও সায়ের উদ্দিন পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই সরকার বাড়ির জুবায়ের আহমেদ মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তারাকান্দার থানায় নিয়ে আসে। এই ঘটনায় রাতেই তারাকান্দা পুলিশ স্কুল শিক্ষক সেলিম আহমেদ ও ব্যবসায়ী রফিকুজ্জামান খানকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া মামলার প্রস্তুতি চলছে জানান ওসি।

গ্রেফতার হওয়া সেলিম আহমেদের স্ত্রী রোকসানা আহমেদ রুনা জানান, তার স্বামী সেলিম আহমেদ ইফতারির দাওয়াত খাওয়ার জন্য শ্বশুরবাড়ি কালিকা গ্রামের বাড়িতে বেড়াতে যান। ইফতারের পরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় রাত বারোটার সময় বাড়ি থেকে তার স্বামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। মারামারির সঙ্গে তার স্বামী জড়িত না।