জামালপুরে চিকিৎসকসহ দু’জনের করোনা শনাক্ত, পিসিআর ল্যাব চালু

by

জামালপুরে গতকাল রবিবার নতুন করে একজন চিকিৎসক ও পিসিআর ল্যাবের একজন অফিস সহায়কের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত ১৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আগের দিন শনিবার পিসিআর ল্যাবের চারজন চিকিৎসকের করোনা পজিটিভ আসায় পুরো ল্যাব জীবাণুমুক্ত করে রবিবার বিকেল থেকে ল্যাবের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। ল্যাব কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।  

জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের ইনচার্জ সহযোগী অধ্যাপক ডা. এ কে এম মুসা কালের কণ্ঠকে জানান, গত শনিবার এই ল্যাবের চারজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় রবিবার সকাল থেকেই পুরো ল্যাব ভালোমতো জীবাণুমুক্ত করার পর তিনঘণ্টা বন্ধ রাখা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিকেল থেকে ফের ল্যাব চালু করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে যথারীতি জামালপুর জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো জানান, এই ল্যাবের যন্ত্রপাতি নিয়ে কোনো সমস্যা নেই। ল্যাবে একদিকে জনবল সঙ্কট, অন্যদিকে দায়িত্ব পালনের সময় একের পর এক করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে ল্যাবের কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে কিছুটা সমস্যা হয়। রবিবার পুরো ল্যাব জীবাণুমুক্ত করার পর শুধুমাত্র এই পিসিআর ল্যাবের চিকিৎসক, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারী ১৩ জন এবং শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বায়োক্যামেস্ট্রি বিভাগের একজন নারী প্রভাষকের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ওই নারী প্রভাষক (৩৫) এবং পিসিআর ল্যাবের একজন পুরুষ অফিস সহায়কের (৫০) করোনা পজিটিভ আসে। নারী প্রভাষককে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় তার নিজ বাসায় আইসোলেশনে এবং অফিস সহায়ককে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।    

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস কালের কণ্ঠকে জানান, একদিনে জামালপুর পিসিআর ল্যাবের চারজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার রাতেই ল্যাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলা থেকে সংগৃহীত ১২৪টি নমুনা রবিবার সকালে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু ময়মনসিংহে পাঠানো সেই ১২৪টি নমুনার পরীক্ষা রবিবার করা হয়নি। সেখান থেকে ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে আজ সোমবার সেগুলো পরীক্ষা করে তারা প্রতিবেদন পাঠাবে। রবিবার সকাল থেকে জামালপুরের পিসিআর ল্যাব কর্তৃপক্ষ পুরো ল্যাব জীবাণুমুক্ত করে ফের ল্যাব চালু করেছে। ফলে আজ সোমবার থেকে জামালপুরের ল্যাবেই নমুনা পাঠানো হবে।