করোনায় এলজিইডির প্রধান কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তার মৃত্যু
by পাবনা প্রতিনিধিকরোনাভাইরাসে প্রাণ গেলো এলজিইডির প্রধান কার্যালয়ের এক হিসাবরক্ষণ কর্মকর্তার। রবিবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার মিরপুর-১২ নম্বরে বেসরকারি রিজেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মৃতের ঘনিষ্ঠজন ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম নবী সানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া মৃত ব্যক্তির ভাগ্নে জানান, গত পাঁচ দিন আগে তার মামার করোনা শনাক্ত হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে নেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক মিরপুর-১২ নম্বরের রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ইফতারের আগে তিনি মারা যান।
তিনি আরও জানান, সরকারি অনুমতি সাপেক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফন কাফনের দায়িত্ব নিয়েছে। নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হবে।