অসহায়দের ঈদ উপহার দিল শুভসংঘের মৌলভীবাজার সরকারি কলেজ শাখা

by

করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন মৌলভীবাজার জেলার কয়েক লাখ পরিবার। ধারদেনা আর ঋণের বোঝায় কঠিন সঙ্কটে কাটছে তাদের দিন। তাছাড়া রাত পোহালেই ঈদ-উল-ফিতর। হতাশায় কাটছে তাদের সময়। কিন্তু তা প্রকাশ করতে পারছেন না। তাই এই সঙ্কটে মৌলভীবাজার সরকারি কলেজ শাখা শুভসংঘ কয়েকটি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিল।

শুভসংঘের বন্ধুরা নিজেরা যে যার সামর্থ মতো চাঁদা দিয়ে ঈদুল ফিতরে এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য ঈদ উপহার দেওয়ার উদ্যোগ নেয়। বাজার থেকে খাদ্যসমগ্রী কিনে নিজেরাই প্যাকেট করে রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরে কয়েকটি অসহায় মধ্যবিত্ত পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতিটি প্যাকেটে ছিল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ প্যাকেট নুডুলস, ৫০০মিলি সয়াবিন তেল ও ১টা সাবান ।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তাকবীর হোসেন মান্না, সদস্য ইশায়তুর রহমান রাহুল, এমায়তুর রহমান রাতুল, জিসান খান, ঈমানি আলীসহ শুভসংঘের বন্ধুরা।