বিরামপুরে শিশুসহ আক্রান্ত ৪

by

দিনাজপুরের বিরামপুরে শিশুসহ নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সোলায়মান হোসেন মেহেদি জানান, রবিবার সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে চারজনের করোনা শনাক্ত হয়েছে। দুদিন আগে তাদের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। আগে শনাক্ত হওয়া এক রোগীর দ্বিতীয় পরীক্ষায় ফলাফল পজেটিভ এসেছে।

সূত্র জানায়, নতুন করে শনাক্ত হওয়া শিশুর পিতা করোনা আক্রান্ত। পিতার পরে দশ বছর বয়সী এ শিশুর করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জোতবানী ইউনিয়নের আক্রান্ত দুই ব্যক্তির একজনের বয়স ২৬, আরেকজনের বয়স ৩২ বছর। এছাড়া পৌর শহরের ৪০ বছর বয়সী একজন শনাক্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান বলেন, ‘নতুন আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগে আক্রান্তরাও সেখানে আছেন।’