https://www.somoynews.tv/img/upload/medium/foot-ball-196896-215516.jpg

ফুটবলার শিবিরেও স্তিমিত ঈদের আনন্দ

by

দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনার পর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে আসে ঈদ। তবে এবারের ভিন্ন প্রেক্ষাপটে ঈদের আনন্দ হবে মার্জিত৷ মাঠে খেলা না থাকায় নিদারুণ কষ্টে থাকা ফুটবলার'রা, ঈদ কাটাবেন শুধুই পরিবারের সঙ্গে৷ এ নিয়ে মন খারাপ থাকলেও তারা বলছেন পরিস্থিতির বিবেচনায় এটাই সঠিক সিদ্ধান্ত৷ সঙ্গে ভক্ত সমর্থকদের অনুরোধ করছেন যতটা সম্ভব নিরাপদে থেকে ঈদের আনন্দ উদযাপনের৷

এমন দৃশ্যের 'এবার' আর দেখা মিলবেনা৷ লকডাউনের বন্দী জীবনে এমন ঈদ কখনই দেখেনি কেউই৷

ঈদ শুধুই যে আনন্দের উপলক্ষ্যে এনে দেয় তাই নয়, এটা পারিবারিক মিলন মেলাও বটে৷ সারা বছর ব্যস্ত মানুষগুলোর, ঈদ এলে একটুকু ফুসরত মেলে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডবাজিরও৷ ব্যতিক্রম নন ফুটবলাররা৷

তবে জীবন যেথায় থমকে দাঁড়ায়, সেথায় তো ঈদের আনন্দ নস্যি৷ তাইতো স্বাস্থ্যবিধি মেনেই ঘরবন্দী অবস্থায় ঈদ কাটানোর পরিকল্পনা তাদের৷ যেখানে পুরোটা সময় শুধুই পরিবারের৷


মাঠে ব্যস্ততা নেই বহুদিন৷ শূন্য স্টেডিয়াম পোড়ায় ফুটবলারদের৷ তাইতো ঈদকে সামনে রেখে কিছুটা হলেও সেই কষ্ট ভোলার চেষ্টা৷ যা ছুঁয়ে যায় সব ধর্মের খেলোয়াড়কেই৷ তাইতো ভুললেন না সমর্থকদের অগ্রীম শুভেচ্ছা জানাতেও৷

সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামী ঈদুল আযহাতেই, নিশ্চয়ই চেনা রুপে ফিরবে ঈদ৷ কেটে যাবে করোনার বিষবাষ্প৷ সুস্থ হয়ে উঠবে আমাদের এই ধরণী৷